১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ল্যাপটপ

-

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গত ২১ মে শুরু হয় মাইক্রোসফটের বিল্ড সম্মেলন। তিন দিনের এ সম্মেলনে প্রতিষ্ঠানটির ডেভেলপার বা প্রোগ্রামাররা অংশ নেন। বিল্ড সম্মেলনের এক দিন আগে গত সোমবার হঠাৎ করেই নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ‘কোপাইলট প্লাস’ যুক্ত দুটি মডেলের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। স্ন্যাপড্রাগন এক্স ইলাইট/এক্স প্লাস এআরএম প্রসেসরে চলা ল্যাপটপ দু’টি ১৮ জুন থেকে বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ল্যাপটপগুলোর দাম হবে সর্বনিম্ন এক হাজার মার্কিন ডলার।

‘সারফেস প্রো’ ২০২৪ সংস্করণের মডেলের ল্যাপটপটির পর্দার আকার ১৩ ইঞ্চি। এটি ইন্টেল প্রসেসরে চলা আগের মডেলের তুলনায় ৯০ শতাংশ দ্রুত কাজ করবে। ‘সারফেস ল্যাপটপ’ ২০২৪ সংস্করণের নামের অপর মডেলটি দু’টি সংস্করণে পাওয়া যাবে। ১৩ দশমিক ৫ এবং ১৫ ইঞ্চি পর্দার ল্যাপটপ দু’টি আগের সংস্করণের তুলনায় ৮০ শতাংশ দ্রুত কাজ করবে। সব ক’টি ল্যাপটপেই ‘কোপাইলট প্লাস’ টুল যুক্ত থাকায় ব্যবহারকারীরা সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ছবি তৈরির পাশাপাশি বিভিন্ন কাজ দ্রুত করা যাবে। মাইক্রোসফটের এআই চ্যাটবট কোপাইলটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির পাশাপাশি এক্সেলে বিভিন্ন টেবিল তৈরি করা যায়।
শুধু তা-ই নয়, ছবি তৈরির পাশাপাশি লিখিত প্রম্পটের মাধ্যমে আউটলুকে আসা ই-মেইলের উত্তর লেখাসহ কোনো মিটিংয়ের আলোচনার বিষয়বস্তুর সারাংশ তৈরি করতে সহায়ক হিসাবে কাজ করবে।


আরো সংবাদ



premium cement

সকল